May 8, 2024

কথা হোক ঘরে বাইরে

বিশ্ব হিন্দু পরিষদের নিষেধাজ্ঞা ওঠার পর পাঠান ব্লকব্লাস্টার

#hindimovie #blockbusterhindimovies #pathaan #pathanmovie #pathanreview #kolkata #kothanews #westbengal

বিশ্ব হিন্দু পরিষদের নিষেধাজ্ঞা ওঠার পর পাঠান ব্লকব্লাস্টার

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তির আগে ছবির ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল বিশ্ব হিন্দু পরিষদ। প্রথম থেকেই ছবির নাম, বেশরম গান, দীপিকার পোশাক- সহ বহু কিছু নিয়ে দক্ষিণপন্থীদের রোষের শিকার হয় ‘পাঠান’। পোড়ানো হয় বাদশার কুশপুতুল, ছেঁড়া হয় ছবির পোস্টার। এমনকি, ছবি দেখানো হলে প্রেক্ষাগৃহে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি আসে হল মালিকদের কাছে। একের পর এক বিতর্কের মধ্যেও শাহরুখ ভক্তদের কাছে বাড়তে থাকে টিকিটের চাহিদা, দাম ছাড়ায় ২০০০ টাকা। হাই কোর্টের নির্দেশে বহু বদল আসে ‘পাঠান’-এ। আর সেই সকল বদলে খুশি বিশ্ব হিন্দু পরিষদ ‘পাঠান’ দেখার ডাক দিল বিক্ষোভ ছাপিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা, প্রতিটি জায়গায় জায়গায়। দীর্ঘ ৪ বছর পর, পর্দায় ফিরলেন শাহরুখ খান।অপেক্ষার অবসান। ২৫ শে জানুয়ারি, অর্থাৎ আজ, মুক্তি পেল শাহরুখের পাঠান সিনেমা। ইয়াশ রাজ ফিল্মস -এর ব্যানারে বহু প্রতীক্ষিত পাঠান। আজ সকাল থেকে, শহর তিলোত্তমাতেও শাহরুখ খান ফ্যানস ক্লাবের তরফ থেকে বিভিন্ন জায়গায় চলছে সেলিব্রেশন। সেরকমই, রাসবিহারীর, প্রিয়া সিনেমা হলের সামনে SRK FANS CLUB এর তরফ থেকে, চলল সেলিব্রেশন। পঞ্চ প্রদীপের মাধ্যমে, নারকেল ফাটিয়ে স্বাগত জানানো হলো। দেশ থেকে বিদেশ জুড়ে সর্বত্রই পাঠানকে ঘিরে দর্শকের উন্মাদনা একেবারে তুঙ্গে। মুক্তির পরেই পাঠান সুপারহিট। শাহরুখ-জন-দীপিকার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলে। ভরপুর অ্যাকশন প্যাকড মুভি হিসাবে ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের পরই পাঠান ব্লকব্লাস্টার মুভির তকমা পেয়েছে।