May 19, 2024

কথা হোক ঘরে বাইরে

বিক্ষোভের মুখে দিদির দূত সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী

বিধায়কের দির্ঘ বক্তব্য আর তৃণমূল কর্মীদের স্লোগানে বিধায়ককে নিজেদের দাবি জানাতে পারলেননা অধিকাংশ গ্রামবাসী এমনই অভিযোগ উঠল। সিউড়ি বিধানসভার আলুন্দা পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে যান দিদির দূত বিকাশ রায়চৌধুরী।

সিউড়ি বিধানসভার আলুন্দা পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে যান দিদির দূত বিকাশ রায়চৌধুরী। গ্রামবাসীদের অভিযোগ, তাদের খেলার মাঠ বিক্রি করে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য কাটমানি নেওয়ারও অভিযোগ প্রধানের বিরুদ্ধে।
যদিও প্রধানের দাবি যারা অভিযোগ করছে তারা সিপিএম ও বিজেপির লোক।
যদিও বিক্ষোভকারীদের দাবি তারাও তৃণমূল কংগ্রেস করেন। প্রধান নিজের অপকর্ম ঢাকতে মিথ্যা কথা বলছেন। পরে অবশ্য স্থানীয় ক্লাবে বসে গ্রামবাসীদের অভিযোগ শোনেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী।
রাজীব সিং
রিপোর্টার দক্ষিণবঙ্গ , কথা নিউজ