May 8, 2024

কথা হোক ঘরে বাইরে

নিজের বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা

ইস্কোর সি এস আর ফান্ড থেকে পানীয় জল প্রকল্পের শিল্যানাস ঘিরে উত্তেজনা।শিলান্যাস করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।অগ্নিমিত্রাকে ঘিরে চলে দফায় দফায় বিক্ষোভ।

এমনকি কালো পতাকা ও গোব্যাক শ্লোগান দেওয়া হয়।ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ বিধানসভার তথা আসানসোল পুরসভার 97 নম্বর ওয়ার্ডের নাকড়াসোতা গ্রামে। এদিন বেলা বারোটা নাগাদ ঐ গ্রামে ঢুকতে গিয়ে গ্রামবাসীদের তীব্র ক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । তাঁকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় । পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় তাঁর দেহরক্ষী থেকে হিরাপুর থানার পুলিশকে।জানা গিয়েছে পানীয় জলের সমস্যায় জর্জরিত নাকড়াসোতা গ্রামে সমস্যা সমাধানে ইস্কোর সি এস আর ( Corporate Social Responsibility) ফান্ড থেকে জল সরবরাহের উদ্দেশ্যে কলের লাইনের শিলান্যাস করার কথা ছিলো।গ্রামবাসীদের দাবি ইস্কোর CSR  উদ্যোগে এই কাজ হচ্ছে তাই ইস্কোর আধিকারিকরা এই কাজের শিলান্যাস করুক।কোনো রাজনৈতিক দলের নেতা কিমবা বিধায়ককে করতে দেওয়া হবে না।এই কারণে এই বিক্ষোভ দেখানো হয়েছে।বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা তৃণমূলের লোকজন।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর অনুপ মাজি।শেষ পর্যন্ত শিলান্যাস না করেই অগ্নিমিত্রা পাল ফিরে যান।