May 8, 2024

কথা হোক ঘরে বাইরে

খুব চাপে আছি। আমাকে নিয়ে যাও। এখানে থাকতে পারছি না I কীসের চাপ ?

স্বপ্নদ্বীপ ও বাঁচতে চেয়েছিলো I সবার হাতে রক্ত লেগে আছে

নদীয়ার হাঁসখালি থানা এলাকার বগুলা কলেজ পাড়ার বাসিন্দা ১৮ বছরের ছাত্র স্বপ্নদীপ কুন্ডু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে বাংলা বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন কয়েক দিন আগে। এরই মধ্যে ঘটে যায় চাঞ্চল্যকর ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা  I পারিবারিক সূত্রে অভিযোগ  নেপথ্যে র‍্যাগিংয়ের ঘটনা রয়েছে ।

স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা বাংলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুতে উঠে আসছে র‌্যাগিংয়ের জোরালো তত্ত্ব। আঠারোর উজ্জ্বল মেধাবী ছাত্র  I ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।

যাদবপুরের কলেজ ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যুতে শোকাহত এলাকার সকলে। বাবা রামপ্রসাদ কুন্ডু কো-অপারেটিভ ব্যাংক গাজনা শাখার কর্মী। মা স্বপ্না কুন্ডু আইসিডিএস কর্মী। দুই ছেলের মধ্যে স্বপ্নদ্বীপ বড় ছেলে, ছোট ছেলে স্কুলে পড়ে। অত্যন্ত মেধাবী ছাত্র ছিল স্বপ্নদ্বীপ। স্বপ্নদ্বীপের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া সকলেই চাইছেন স্বপ্নদ্বীপের মৃত্যুর কিনারা করে দোষীদের শাস্তির ব্যবস্থা

যাদবপুরের (Jadavpur) প্রথম বর্ষের পড়ুয়ার বাবার দাবি, ফোনে ছেলে জানায়, খুব চাপে আছি। আমাকে নিয়ে যাও। এখানে থাকতে পারছি না। কীসের চাপ, তা অবশ্য বুঝে উঠতে পারছে না মেধাবী ছাত্রের পরিবার। বাবার দাবি, রাতে হস্টেল কর্তৃপক্ষের ফোনে জানতে পারেন, ছেলের পড়ে যাওয়ার কথা। কেপিসি মেডিক্যাল কলেজে গেলেও ছেলেকে দেখতে দেওয়া হয়নি বলে বাবার অভিযোগ। 

রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। নদিয়ার বগুলার বাসিন্দা স্বপ্নদীপ কুণ্ডুর শেষকৃত্যের আগে কান্নায় ভেঙে পড়েন তাঁর বাবা, বারবার কপাল চাপড়াতে চাপড়াতে অভিযোগ করেন, ‘ছেলেটাকে রড দিয়ে মারা হয়েছে। ওর গোটা গায়ে দাগ।’ স্বপ্নদীপের মামাও জানিয়েছিলেন একই অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগ এক বা একাধিক জন এই অপরাধে যুক্ত।

রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। নদিয়ার বগুলার বাসিন্দা স্বপ্নদীপ কুণ্ডুর শেষকৃত্যের আগে কান্নায় ভেঙে পড়েন তাঁর বাবা, বারবার কপাল চাপড়াতে চাপড়াতে অভিযোগ করেন, ‘ছেলেটাকে রড দিয়ে মারা হয়েছে। ওর গোটা গায়ে দাগ।’ স্বপ্নদীপের মামাও জানিয়েছিলেন একই অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগ এক বা একাধিক জন এই অপরাধে যুক্ত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে দায়ের খুনে মামলা। পরিবারের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এই মামলা। বৃহস্পতিবার যাদবপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন স্বপ্নদীপ কুণ্ডুর বাবা রামপ্রসাদ কুণ্ডু। তাঁর দাবি র‌্যাগিংয়ের বলি হয়েছে তাঁর ছেলে। নিহতের বাবার চিঠির ভিত্তিতে ৩০২ ধারা ও সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু হয়েছে।
যাদবপুরকাণ্ডে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে, জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস।
ঘটনায় ইতিমধ্যে সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে গ্রেফতার করা হয়। শনিবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় আরও দুজনকে। রবিবার সকালেই গ্রেফতার করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তকে। সৌরভকে জেরা করেই এই দুজনের নাম উঠে এসেছে বলে জানায় পুলিশ।