কেরোলে পহেলা জুনের পরিবর্তে ৪ঠা জুন বর্ষা ঢোকার সম্ভাবনা
আজ এবং আগামীকাল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার কোন পরিবর্তন থাকছে না।পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিমবর্ধমান এই সকল জেলায় সতর্কতা জারি করা হয়েছে।২৭তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়ার কোন পরিবর্তন নেই তবে দক্ষিণবঙ্গে ২৭ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন রয়েছে।
কলকাতার ক্ষেত্রে আজকেও সন্ধ্যের পরে ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ৩ দিন পর থেকে তাপমাত্রা বাড়বে বলে খবর আবহাওয়া অফিস সূত্রে।
আন্দামানের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। কেরোলে পহেলা জুনের পরিবর্তে ৪ ঠা জুন বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে।
More Stories
ভারত পাকিস্তান বর্ডারে মোদি I পাকিস্তানের ঘুম উড়লো
এথিক্স ব্রেক করছেন কি ডাক্তারবাবুরা ?
সুপ্রিম কোর্টের শুনানি I R G KAR – খুন ধর্ষণ মামলা#supremecourt