২১ বছর থেকে ৪০ বছর বয়সি বেকার যুবদের প্রতিমাসে ১০০০ টাকা করে দেওয়া হবে।
শিলং: তৃণমূল যেটা অঙ্গীকার করে, সেটা শেষ রক্তবিন্দু দিয়ে রাখার চেষ্টা করে। মঙ্গলবার মেঘালয়ে বিধানসভা নির্বাচনের দলীয় ইস্তাহার প্রকাশ করে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটা একটা বই নয়, যেখানে ১০’টা পয়েন্ট শুধু লিখে রাখা আছে। এটা আমাদের অঙ্গীকার। আর এমরা এটা করেই দেখাব।” তৃণমূল সরকার গঠন করলে মেঘালয়ের জনগণের জন্যই কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্যে উন্নতি সহ মহিলাদের ক্ষমতায়নই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকার গঠন করলে কোন কোন বিষয়ের উপর নজর দেবে, তা একনজরে…
- তৃণমূল সরকারে এলে প্রথম লক্ষ্য হবে, অর্থনৈতিক উন্নয়ন করা। রাজ্যের GDP বাড়ানো প্রধান লক্ষ্য। বার্ষিক আয় ৪ গুণ বাড়ানোর চেষ্টা করা হবে।
- রাজ্যের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়া-ই তৃণমূলের লক্ষ্য বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ৫ বছরে ৩ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করাই লক্ষ্য।
- ২১ বছর থেকে ৪০ বছর বয়সি বেকার যুবদের প্রতিমাসে ১০০০ টাকা করে দেওয়া হবে।
- মহিলাদের ক্ষমতায়ন, স্বনির্ভর করা অন্যতম লক্ষ্য। সেজন্য প্রতি মাসে মহিলাদের ১ হাজার টাকা করে দেওয়া হবে।
- পেনশন সহ সব সোশ্যাল স্কিমের বরাদ্দ ১০০০ টাকা করে বাড়ানো হবে।
- উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত পড়ুয়াকে ল্যাপটপ দেওয়া হবে। এপ্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভারত ডিজিটাল হচ্ছে। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে। কিন্তু, কেউ ছাত্রছাত্রীদের জন্য এভাবে ভাবেনি। একমাত্র তৃণমূল ছাত্রছাত্রীদের ডিজিটালি উন্নত করতে ল্যাপটপ দেওয়া শুরু করেছে।
- রাজ্যের পর্যটনে বিশেষ জোর দেওয়া হবে। পর্যটন ক্ষেত্রের মাধ্যমে স্থানীয়দের স্বনির্ভর করতে সবরকম সাহায্য করা হবে।
- মহিলা সহ সকলকে সামাজিক সুরক্ষা দেওয়া হবে।
- খেলাধূলা ও সংস্কৃতিতে জোর দিতে চায় তৃণমূল। তাই জেলায়-জেলায় স্টেডিয়াম গড়ে তোলা হবে।
- গারো-খাসি ভাষা সংবিধানে অন্তর্ভুক্তি করা হবে।
More Stories
ভারত পাকিস্তান বর্ডারে মোদি I পাকিস্তানের ঘুম উড়লো
সুপ্রিম কোর্টের শুনানি I R G KAR – খুন ধর্ষণ মামলা#supremecourt
“দু একটা ঘটনা ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়”-মমতা