গত সোমবার থেকে লোকসভার স্পিকার নিয়ে যে নাটক শুরু হয়েছিল, তার অবসান ঘটলো বুধবার রাজস্থানের কোটা আসনের সংসদ ওম বিড়লা ধ্বনি ভোটে দ্বিতীয়বারের জন্য ওই পদে নির্বাচিত হওয়ায়। সাধারণত লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন ঐকমত্যের ভিত্তিতে। কিন্তু বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবার সরকারকে ডেপুটি স্পিকার পদে তাদের প্রার্থী দাঁড় করানোর শর্ত দিলে সরকারি দল বিজেপি তা মানতে অস্বীকার করে। ফলে এবার স্পিকার পদে নির্বাচনে যেতে হয়। যদিও সংখ্যার নিরিখে ওম বিড়লার জয় একরকম নিশ্চিত ছিল। কারণ, এনডিএ জোটে রয়েছেন ২৯৩ জন সাংসদ আর বিরোধী জোটে রয়েছেন ২৩২ জন সাংসদ। তার মধ্যে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস দলের প্রধান জগনমোহন রেড্ডি জানিয়ে রেখেছিলেন তাঁর দলের চার সাংসদ লোকসভার স্পিকার পদের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী ওম বিড়লাকেই ভোট দেবেন।
More Stories
ভারত পাকিস্তান বর্ডারে মোদি I পাকিস্তানের ঘুম উড়লো
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা I ধীরগতির জন্য চিন্তায় আবহাওয়াবিদরা
এথিক্স ব্রেক করছেন কি ডাক্তারবাবুরা ?