November 21, 2024

কথা হোক ঘরে বাইরে

স্পিকার নির্বাচন থেকেই শুরু হল সেয়ানে সেয়ানে টক্কর

গত সোমবার থেকে লোকসভার স্পিকার নিয়ে যে নাটক শুরু হয়েছিল, তার অবসান ঘটলো বুধবার রাজস্থানের কোটা আসনের সংসদ ওম বিড়লা ধ্বনি ভোটে দ্বিতীয়বারের জন্য ওই পদে নির্বাচিত হওয়ায়। সাধারণত লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন ঐকমত্যের ভিত্তিতে। কিন্তু বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবার সরকারকে ডেপুটি স্পিকার পদে তাদের প্রার্থী দাঁড় করানোর শর্ত দিলে সরকারি দল বিজেপি তা মানতে অস্বীকার করে। ফলে এবার স্পিকার পদে নির্বাচনে যেতে হয়। যদিও সংখ্যার নিরিখে ওম বিড়লার জয় একরকম নিশ্চিত ছিল। কারণ, এনডিএ জোটে রয়েছেন ২৯৩ জন সাংসদ আর বিরোধী জোটে রয়েছেন ২৩২ জন সাংসদ। তার মধ্যে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস দলের প্রধান জগনমোহন রেড্ডি জানিয়ে রেখেছিলেন তাঁর দলের চার সাংসদ লোকসভার স্পিকার পদের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী ওম বিড়লাকেই ভোট দেবেন।

এবারের লোকসভায় স্পিকার নির্বাচনে লক্ষ্যনীয় বিষয় হল, কংগ্রেস তথা বিরোধীরা শুরু থেকেই শাসক দলকে চাপে রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে কংগ্রেস তথা বিরোধী ইন্ডিয়া জোট বুঝিয়ে দিয়েছে এবার তাঁরা সংখ্যায় অনেক বেশি, বিজেপি নেতৃত্বাধীন সরকারকে যে প্রতি পদেই কংগ্রেস-সহ বিরোধীরা বাধা দেবে, তা এই স্পিকার নির্বাচনে তাদের প্রার্থী দেওয়া থেকেই পরিষ্কার। বিজেপির ওম বিড়লা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হওয়ার পর রাহুল গান্ধী-সহ অন্য বিরোধী নেতারা অভিনন্দন জানানোর পাশাপাশি দলের ঊর্ধ্বে উঠে ‘সবকা সাথ’ থাকার পরামর্শ দিয়েছেন। রাহুল সরাসরি বলেছেন, স্পিকারকে মনে রাখতে হবে বিরোধীরাও জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। তাঁদেরও বলার সুযোগ দিতে হবে। বিরোধী নেতারা বিগত লোকসভায় ওম বিড়লার স্পিকার হিসাবে ভূমিকার সমালোচনা করতেও ছাড়েননি। রাহুল তাঁর সংক্ষিপ্ত ভাষণে স্পিকারকে একাধিকবার সংবিধান মেনে চলার কথা বলেন।