November 21, 2024

কথা হোক ঘরে বাইরে

সূয্যিমামার দেশে ‘আদিত্য-এল১’ ভারতীয় নারী শক্তি

সূয্যিমামার মন বুঝতে পাড়ি দিয়েছে ইসরোর সৌরযান ‘আদিত্য-এল ১’। আর তাতেও ভারতীয় নারী শক্তির অবদান কুর্ণিশ করার মতো। এই অভিযানে যুগ্ম তদন্তকারী বিজ্ঞানী হিসেবে নিয়োগ করা হয়েছে অসমের বাসিন্দা ঐশ্বর্য শর্মাকে। ইসরোর প্রথম সৌরযান মিশনে নিজেকে যুক্ত করতে পেরে খুশি অসমের বাসিন্দা।

শনিবারসকাল১১টা৫০মিনিটনাগাদইসরোরসৌরযানআদিত্য-এল১’ সূর্যেরউদ্দেশ্যপাড়িদেয়।ভারতীয়রকেট ‘পোলারস্যাটেলাইটলঞ্চভেহিকল’-এরচেপেঅন্ধ্রপ্রদেশেরশ্রীহরিকোটাসতীশধাওয়ানস্পেসরিসার্চসেন্টারথেকেরওনাদেয়যানটি।আরউৎক্ষেপণেরসঙ্গেসঙ্গেমিশনেনিজেরঅবদানপ্রতিষ্ঠিতকরলেনজোড়হাটেরবাহোনাকেলেজেরঅধ্যাপকঐশ্বর্যশর্মা।