November 23, 2024

কথা হোক ঘরে বাইরে

রবীন্দ্রনাথ কি নেতাজীকে তাঁর প্রাপ্য সম্মান দিয়েছিলেন

রবীন্দ্রনাথ কি নেতাজীকে তাঁর প্রাপ্য সম্মান দিয়েছিলেন? কবি সুভাষকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন। নিজেকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করলেও রাজনীতিবিদদের কাছে রেখেছিলেন। অনেক সময়ে তাত্ত্বিক রাজনীতিতেও জড়িয়ে পড়েছেন। গান্ধিজির প্রায় প্রতিটি অনশন থেকে আন্দোলনের কর্মসূচি সম্পর্কে থাকতো তাঁর নিজস্ব প্রতিবেদন, জানাতেন শুভেচ্ছা। অন্যদিকে কংগ্রেস থেকে সুভাষচন্দ্রের বহিষ্কার রবীন্দ্রনাথ কিছুতেই মেনে নিতে পারেননি। সুভাষচন্দ্রের মধ্যে সেই সমস্ত গুণাবলী তিনি দেখতে পেয়ে বলেছিলেন, “সুভাষচন্দ্র, বাঙালি কবি আমি, বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি….স্বজাতিকে বিশ্বের দৃষ্টি-সম্মুখে ঊর্ধ্বে তুলে ধরে মান বাঁচাতে হবে।” রবীন্দ্রনাথকে আকর্ষণ করেছিল তা নয়, তবে সুভাষের তেজোদৃপ্ত সৌরকিরণে কবির চোখ ধাঁধিয়ে গিয়েছিল।