চেতলার বাড়ি দিয়ে বার হবার সময় মন্ত্রী ও কলকাতা পৌরসভা মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যে এলে একটু লাফালাফি হয়। এরাজ যে যাদের পায়ের তলায় মাটি নেই তাদের আবার কিসের তৎপরতা,,, প্রশ্ন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। একবার ফ্লুকে সত্তরের ওপর আসন পেয়েছে ওরা। এছাড়া রাজ্যে বিজেপির আর কোনো অস্তিত্ব নেই। আগামী লোকসভা নির্বাচনে ১৮ থেকে নেমে ওরা খুব বেশি হলে ১ এ অথবা শূন্য হয়ে যেতে পারে ওদের আসন সংখ্যা বলেও এদিন বিজেপিকে কটাক্ষ করলেন ফিরহাদ।
বিজেপি এর পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে রাজ্য সরকার কেন্দ্রের বরাদ্দ টাকা নয় ছয় করেছে। সি এ জি কে রিপোর্ট দিচ্ছে না। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে পি আই এল করা হয়েছে বিজেপির পক্ষ থেকে,,,,
এর পরিপ্রেক্ষিতে এদিন ফিরহাদ বলেন- হাইকোর্ট কে নিয়ে খেলা হচ্ছে। হাইকোর্টের একটা গরিমা আছে,, সেটাকে বিজেপি নষ্ট করে দিচ্ছে। পাশাপাশি তিনি বিস্ময় প্রকাশ করেন মাননীয় বিচারপতিদের নিয়ে। তিনি বলেন মাননীয় বিচারপতিরা এগুলিকে কেন সহ্য করছেন। যে কোন বিষয়ে পি আই এল হয়,,,? প্রশ্ন ফিরহাদের। হাইকোর্টে কত কেস আটকে রয়েছে এখনো। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। কত মানুষ ফিস দিতে পারছে না তাদের উকিলদের। তারা হাইকোর্টের সামনে গাছ তলায় বসে কাঁদছেন। অথচ যেগুলি মশালা কেশ গুলি হাইকোর্টে উঠছে, আর সংবাদ মাধ্যম লাফালাফি করছে। সরকারের ন্যায্য প্রপার্টি দখল হয়ে যাচ্ছে, কোন সূরাহা হচ্ছে না। হাইকোর্টে ডেট পাওয়া যাচ্ছে না বলেও এদিন বিজেপিকে কার্যত কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম।
More Stories
এথিক্স ব্রেক করছেন কি ডাক্তারবাবুরা ?
Durga Puja: ৫০০ বছরের প্রাচীন দুর্গাপুজোয় মেস এবং মহিষে বিয়ের রীতি
“দু একটা ঘটনা ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়”-মমতা