November 21, 2024

কথা হোক ঘরে বাইরে

ভারত পাকিস্তান বর্ডারে মোদি I পাকিস্তানের ঘুম উড়লো

জম্মু ও কাশ্মীর ছাড়া এক মাত্র সেখানেই সীমান্ত নির্ধারণ নিয়ে এখনও মতবিরোধ রয়েছে ভারত এবং পাকিস্তানের। গত এক দশকের রীতি মেনে সীমান্তে গিয়ে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেছে নিলেন তাঁর রাজ্য গুজরাতের কচ্ছ এলাকার সেই স্যর ক্রিককে। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর তিন শাখা (স্থল, নৌ ও বায়ুসেনা) এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অফিসার-জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী। প্রদীপ জ্বালিয়ে, নিজের হাতে মিষ্টি খাওয়ালেন তাঁদের।

সিন্ধু নদের ব-দ্বীপে তৈরি হয়েছে প্রায় ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ স্যর ক্রিক। এই অঞ্চলটি ভারত-পাকিস্তানের মধ্যে অবস্থিত একটি বিতর্কিত ভূখণ্ড। কচ্ছের রণের পশ্চিমে অবস্থিত নালা এবং জলাভূমি এলাকা পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে আলাদা করে রেখেছে গুজরাতকে। এই অঞ্চলে নজরদারির দায়িত্বে রয়েছে বিএসএফের বিশেষ বাহিনী ‘ক্রিক ক্রোকোডাইল’। উনিশশো নিরানব্বই সালে স্যর ক্রিক এলাকাতেই অনুপ্রবেশকারী পাক নজরদার বিমানকে ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। ওই ঘটনায় ষোল জন পাকসেনা নিহত হয়েছিলেন।