বিশ্বভারতীর জমি দখল করে রয়েছে অমর্ত্য সেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। ১৩ ডিসিমিল জমি দখল করে রয়েছেন অমর্ত্য সেন। এবার সেই জমি ফেরত দেওয়ার জন্য নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন কে চিঠি দিল বিশ্বভারতী। ১৯৪৩ সালে এই জমি আশুতোষ সেনকে দিয়েছিল বিশ্বভারতী।
সেই জমি ২০০৬ সালে অমর্ত্য সেনের নামে মিউটেশন হয়। শুরুল মৌজায় থাকা অমর্ত্য সেনের প্রতীচি শান্তিনিকেতনের বাড়িতে ১৩ ডেসিমেল জমি বিশ্বভারতীর। এবার সেই জমি ফেরত চেয়ে বিশ্বভারতী তরফ থেকে চিঠি দেওয়া হল অমর্ত্য সেন কে। প্রয়োজনে উভয় পক্ষের সেই জমি মাপঝোক করতে চাইলে অমর্ত্য সেন করতে পারেন।
More Stories
ভারত পাকিস্তান বর্ডারে মোদি I পাকিস্তানের ঘুম উড়লো
“দু একটা ঘটনা ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়”-মমতা
অর্ধ উন্মাদ মমতা ব্যানার্জি ! কেন বললেন শুভেন্দু