November 21, 2024

কথা হোক ঘরে বাইরে

বাংলাদেশে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। ছাত্র আন্দোলনের পর দুই মাস আগে ক্ষমতার পরিবর্তনের পর, শেখ হাসিনার সরকার হটিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই পরিবর্তনের পর, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার সংখ্যা বেড়ে গেছে। বিশেষ করে হিন্দুরা ওখানে ভয়ে কাঁপছে। মেয়েরা বাইরে পা দিতে গেলেও দুবার ভাবছে।

তাদের উপর চলছে লাগাতার অত্যাচার। অর্থাৎ সেদেশে যে হিন্দুরা নিরাপদ নেই সেকথা স্পষ্ট। দুর্গামাতার নতুন প্রতিমা ভাঙার খবর এসেছে কিশোরগঞ্জ এবং কুমিল্লা জেলা থেকে, যেখানে প্রতিমা ভাঙার পাশাপাশি মন্দিরের ফান্ডের বাক্সও চুরি হয়েছে। নারায়ণগঞ্জের মীরাপারায় কট্টরপন্থীদের দ্বারা একটি দুর্গা মন্দিরে হামলার ঘটনাও ঘটেছে। সরকারি সূত্র জানিয়েছে, ৯ অক্টোবর থেকে শুরু হতে চলা দুর্গাপূজার আগে প্রত্যেক মণ্ডলীর কাছে ৫ লাখ টাকা জিজিয়া কর হিসেবে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কারণে বহু মণ্ডল দুর্গাপূজা না করার সিদ্ধান্ত নিয়েছে I