একবার টুকরো হয়েছিল তার বীভৎস ও দুঃসহ জিঘাংসাস্মৃতি এখনও মুছে যায়নি। ফের মাথাচারা দিয়ে উঠেছে ভাগাভাগির চক্রান্ত। লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে পদ্মশিবিরের ভরাডুবির পর বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় উত্তর–পূর্ব ভারত উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন, উত্তরবঙ্গের অবহেলিত আট জেলাকে উন্নয়ন করার লক্ষ্যে উত্তর–পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা হোক। উল্লেখ্য, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং নতুন করে তৈরি হওয়া কালিম্পং হল উত্তরবঙ্গের আট জেলা। যদিও উত্তরবঙ্গ নামে প্রশাসনিকভাবে কোনো বঙ্গ বা বাংলা নেই, সেখানে বেশিরভাগই তপশিলি জাতি উপজাতির বাস। এছাড়া একাধিক জেলায় রয়েছে নেপাল, ভুটান এবং বাংলাদেশের সীমান্ত। দেশ স্বাধীন হওয়ার পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির গেটওয়েতে পরিণত হয়েছে।
More Stories
ভারত পাকিস্তান বর্ডারে মোদি I পাকিস্তানের ঘুম উড়লো
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা I ধীরগতির জন্য চিন্তায় আবহাওয়াবিদরা
এথিক্স ব্রেক করছেন কি ডাক্তারবাবুরা ?