সোমবার শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা দেয় একটি মালগাড়ি। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত একাধিক। সোমবার নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝামাঝি জায়গাতে এই দুর্ঘটনা ঘটেছে। কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। যাত্রীদের জন্য একাধিক হেলপলাইন নম্বর চালু করা হয়েছে। দার্জিলিঙের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়ের দেওয়ার তথ্য মোতাবেক, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত রেল সূত্রে দুই জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত ২৫ জন যাত্রী। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
হেলপলাইন নম্বরগুলি হল শিয়ালদা স্টেশন- 033-23508794, 033-23833326 এনজেপি- 916287801758 হাওড়া স্টেশন- 03326413660 কিষাণগঞ্জ এমার্জেন্সি নম্বর7542028020, 06456-226795 গুয়াহাটি স্টেশন- 03612731621, 03612731622, 0361273162 লামডিং স্টেশন- 03674263958, 03674263831, 03674263120, 03674263126, 03674263858
More Stories
ভারত পাকিস্তান বর্ডারে মোদি I পাকিস্তানের ঘুম উড়লো
এথিক্স ব্রেক করছেন কি ডাক্তারবাবুরা ?
সুপ্রিম কোর্টের শুনানি I R G KAR – খুন ধর্ষণ মামলা#supremecourt