আরজিকর কান্ডের গত কয়েক মাস যাবত গোটা রাজ্যসহ দেশের এমন কি পৃথিবীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের গণঅভ্যুত্থান ঘটেছে । তারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার সঠিক বিচার করে সঠিক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কিন্তু সুপ্রিম কোর্টে আরজিকর ধর্ষণ ও খুনের মামলার শুনানি চলছে। দেশের শীর্ষ আদালত সব প্রণোদিতভাবে মামলা শুনছেন I কিন্তু এই ধর্ষণ ও খুন কাণ্ডের মামলার বিচার হচ্ছে নিম্ন আদালতে ও । এই ভাবেই বিচার হয়ে আসছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা অনুযায়ী এই মামলার রায়দান করবে নিম্ন আদালত। এখনো এই মামলা শিয়ালদা কোটে আছে। নিম্ন আদালত রায় দেবার পরে তবেই উচ্চ আদালতে যাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলা। অর্থাৎ নিয়ম অনুযায়ী ধাপে ধাপে নিয়ম মেনে এই মামলা পৌছবে শীর্ষ আদালতে।
আর সেটা করবার জন্য সময় লাগবে। তাই এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। কারণ এই মামলার তদন্ত এখনো চলছে। আরজিকর কাণ্ডে রাজ্যবাসী যতই দ্রুততার সঙ্গে মামলার নিষ্পত্তির আশা করছেন সেটা হওয়ার নয় , মনে করছেন আইন বিশেষজ্ঞরা। জুনিয়র ডাক্তারা আইন ও প্রশাসনের উপর চাপ সৃষ্টির জন্য রাজপথে । অনশন করছেন তারা। কিন্তু প্রশ্ন ডাক্তারদের এই আন্দোলন আদালতের উপর কি চাপ সৃষ্টি করতে পারবে ? এ বিষয়ে আমরা জেনে নেবো প্রাক্তন বিচারক ফিরোজ বাবুর কাছে।
তবে তার কাছে আমাদের প্রশ্ন ডাক্তারবাবুরা চাপ সৃষ্টি করছেন প্রশাসনও আইনের উপর ? ডাক্তার বাবুরা আদালত অবমাননা করছেন না তো ? এথিক্স ব্রেক করছেন কি ডাক্তারবাবুরা ?
More Stories
ভারত পাকিস্তান বর্ডারে মোদি I পাকিস্তানের ঘুম উড়লো
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা I ধীরগতির জন্য চিন্তায় আবহাওয়াবিদরা
সুপ্রিম কোর্টের শুনানি I R G KAR – খুন ধর্ষণ মামলা#supremecourt