November 21, 2024

কথা হোক ঘরে বাইরে

এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা I ধীরগতির জন্য চিন্তায় আবহাওয়াবিদরা

সোমবার বঙ্গোপসাগরে জন্ম নেওয়া সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে মঙ্গলবার দুপুরে পরিণত হয়েছিল গভীর নিম্নচাপে। আজ, বুধবার সেটি ঘূর্ণিঝড় ‘দানা’-তে পরিণত হচ্ছে বলে জানাচ্ছে মৌসম ভবন। মঙ্গলবার দুপুর থেকেই অর্থাৎ গভীর নিম্নচাপ পর্যায়ে থাকার সময় থেকেই ওই ওয়েদার সিস্টেমটি ঘণ্টায় মাত্র চার কিলোমিটার গতিতে দেশের মূল ভূখণ্ড অর্থাৎ বাংলা-ওডিশা উপকূলের দিকে এগিয়ে আসতে শুরু করছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ওয়েদার সিস্টেমের এই ধীরগতিই চিন্তা বাড়াচ্ছে আবহবিদদের। মৌসম ভবন এ পর্যন্ত যা ঘোষণা করেছে, তার ভিত্তিতে বলা যায় ঘূর্ণিঝড় ‘দানা’ আগামিকাল ২৪ অক্টোবর রাত থেকে পরশু ২৫ অক্টোবর ভোরের মধ্যে পুরী থেকে সাগরদ্বীপের মধ্যে কোনও এক জায়গায় ল্যান্ডফল করতে চলেছে। ল্যান্ডফলের জায়গা এবং সময় সম্পর্কে নিশ্চিত ভাবে হয়তো আজ জানা যেতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট (ইসিএমডব্লিউএফ) এবং ইউএসএ-র গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) – এই দুই মডেলই এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে সম্ভাব্য গতিপথ দেখাচ্ছে, তাতে ঘূর্ণিঝড় কিছুটা ওডিশার দিক ঘেঁষেই রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে মৌসম ভবন এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি।

দানার চাপে প্রশাসন নড়েচড়ে বসেছে। রাজ্যে উপকূলবর্তী এলাকাগুলোতে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে কলকাতার কর্পোরেশন ও ফায়ার বিগ্রেডসে তৎপরতাও দেখা যায় বেলা যত বাড়ছে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। সকাল বেলা কিছু পর্যটকদের সমুদ্রের ধারে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে সমুদ্র বীচ থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হচ্ছে।

মাইকিং এর পাশাপাশি সাইরেন বাজিয়ে পর্যটকদের যেমন সরানো হচ্ছে দোকান পাট বন্ধ করে দেওয়া হচ্ছে। দিঘা উপকূলীয় এলাকায় ২ ব্যাটেলিয়ন এন ডি আর এফের টিম এসে পৌঁচেছে। তারাও উপকূলীয় এলাকায় সতর্ক করছে পর্যটক সহ এলাকার মানুষ জনকে।